ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন ডুমুরিয়ার কুলবাড়িয়া এলাকার শেখ ইসহাক আলির ছেলে হাফেজ রুবেল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। এছাড়া গুরুতর আহত হয়েছে চারজন। তারা হলেন, রুদ্র (২১), শরিফুল ইসলাম (৪৫), মারুফ হোসেন (১৬) ও আঃ কুদ্দুস (২৫)।
সোমবার রাত ৯ টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের অবস্থা মুমূর্ষু হওয়ায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুদীপ্ত দেব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, সোমবার রাত ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply