যশোরে জাল ব্যান্ড রোলসহ আটক শাকিল হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেদুর রহমান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাকিল হোসেন অভয়নগরের নওয়াপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও বর্তমানের ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ জুন রাতে যশোরের র্যাব ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের মেসার্স লতিফ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় ফ্যাক্টরির নিচতলা থেকে ৯ হাজার ২শ’ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ লতিফ বিড়ির প্যাকেট ও শাকিল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি করিমুল হাসান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা শিওরদহ ক্যাম্পের এসআই দেবব্রত ঘোষ আটক আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply