যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভা কার্যালয়ে এ বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজেট পেশ করেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।
২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য মোট ৩৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ৯০৫ টাকা, প্রারম্ভিক জের ১ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৬১ টাকা।
বাজেটের বিস্তারিত বিষয়াদি উপস্থাপন করেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে এসময় অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) ইউসুফ মিয়া , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান , ওসি তদন্ত মকবুল হোসেন,
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জামাল উদ্দিন। এছাড়া বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারি প্রকৌশলী সোহান হোসেন, প্রধান সহকারি মধু সুদন পাল, হিসাব রক্ষক জুলফিকার আলী, কনজারভেন্সি পরিদর্শক সৌরভ দত্ত, পৌর কাউন্সিলর সম্পা রাণী সরকার,
নমিতা শর্মা, তাছলিমা খাতুন, ফয়সাল আহমেদ, শাহিন আলম, খবির উদ্দিন, শরিফুল ইসলাম, ওলিয়ার রহমান, সিরাজুল ইসলাম উজ্জল, শহিদুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, শহিদুল ইসলামসহ সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply