যশোর সদরের ২ হাজার ৪শ’ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সদর উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ২ হাজার ৪শ’ ৮০ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply