গত ২৬জুলাই ২০২৪,শুক্রবার ,নিউইয়র্ক এর অদুরে বাফেলো শহরের রিভারসাইড এলাকায় সুসংগঠিত ছিনতাইকারীদের খপ্পরে পরে ওয়ালেট, নগদ ক্যাশ, ক্রেডিটকার্ড সহ সবকিছু হারিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও পিবিসি টুয়েন্টিফোর অনলাইন টেলিভিশনের সম্পাদক মতিউর রহমান লিটু। অনলাইন ক্যাবল ব্যবসার পাশাপাশি উইকেন্ডে লিবার্টি ইয়োলোক্যাবে কাজ করেন তিনি। খবর বাপসনিউজ ।
রাত ১১টা ২০ মিনিটে রিভারসাইড এলাকার ১৩৯ আলবার্ট এভিনিউ, বাফেলোর কর্নার থেকে লিবার্টি ইয়োলোক্যাবের বেইজ থেকে দেয়া জবের প্যাসেঞ্জার তুলতে গেলে- দুইজন আফ্রিকান আমেরিকান যুবক গাড়িতে উঠেই কানের সাথে পিস্তল ঠেকিয়ে দেয় এবং যা কিছু সাথে আছে তাদের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়।
ছিনতাইকারীদের একজন জনাব লিটুর মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে এবং অন্যজন গাড়ির ডেশবোর্ড, পকেট হাতিয়ে যা কিছু পায় সব কিছু নিয়ে চলে যায়।
আচমকা এমন দুর্ঘটনার জন্য বিচলিত হয়ে ৯১১ কল দিলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে এলাকা তল্লাশী নিয়েও অপরাধীদের খুঁজে পাওয়া যায়নি। এরপরে হার্টেল এভিনিউয়ে অবস্থিত রিভারসাইড থানায় মামলা করলে ডিটেকটিভ এলাকার ৬জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
এদিকে অপরাধীদেরকে ধরতে পুলিশ ইতোমধ্যে রিভারসাইড এলাকায় রেড এলার্ট জারি করে নেবারহুডের সিসি ক্যামেরা ফুটেজ চেক করা শুরু করেছেন বলে জানা যায়।
গ্রেফতারকৃত রিভারসাইড এলাকার ৬জন ছিনতাইকারীদের মাঝে কাউকে গত কালের অপরাধের সাথে জড়িত থাকার জন্য চিহ্নিত করতে পারলেই কেইজ কোর্টে পাঠানো হবে বলে ডিটেকটিভ পুলিশ অফিসার কমিউনিটি কর্মকর্তাদের জানিয়েছেন।
এদিকে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বাফেলো শহরে যারা রাতের শিফটে কাজ করেন তাঁদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। কোন প্রকার সন্দেহভাজন আলামত চোখে পড়লে ৯১১ এ কল করে প্রশাসনকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।
মনে রাখবেন বিচ্ছিন্ন কোন ছিনতাইয়ের ঘটনা থেকে হতে পারে বড় কোন দুর্ঘটনা। তাই কমিউনিটির সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য: জনাব মতিউর রহমান লিটু গত দুই বছর আগে নিউইয়র্ক সিটি থেকে স্থানান্তরিত হয়ে বাফেলো শহরে বসবাস শুরু করেছেন।
Leave a Reply