‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া,
ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম রব্বানী ইমরান, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক তৌফিকুর রহমান মানিক প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ৩০ জুলাই থেকে ০৫ আগ জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন সময়ে রেনু পোনা ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু পোনা নিধন ও অবৈধ চায়না জাল, মশারী জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এসময় নিয়ম বহির্ভুতভাবে রেনু পোনা নিধনকারী ও অবৈধ চায়না জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply