আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতে যাচ্ছেন না। এমন অবস্থায় লালমনিরহাটের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।
বুধবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। দুই একজন আনসার সদস্যের সাথে আট দশজন করে শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। জেলার প্রানখ্যাত মিশনমোড়,
গোশালাবাজার,বিডিআর গেটসহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন শিক্ষার্থীরা। তাদের নির্দেশনায় সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না হয় এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজে করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সাথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।লালমনিরহাট সরকারী কলেজের শিক্ষার্থী মশিউর রহমান জানান, ‘রাস্তায় ট্রাফিক পুলিশ নাই।
সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি। আমার সাথে আমাদের সহপাঠিরাও কাজ করছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন জানান,
দেশের সরকার এখনও গঠন হয়নি। তাই আমরা সাধারণ ছাত্ররা রাজপথ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি। শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষ। অটোচালক মজিদুল জানান, দুইজন আনসার সদস্য মিশন মোড়ে দায়িত্ব পালন করছে।
এটা একটা বড় মোড় তবে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে তাই শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে।এ ব্যাপারে আনসার ভিডিপি লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুজ্জামান জানান,
জেলার ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ২০ টি পয়েন্টে ১০০ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে।সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা জোড়দারে আনসার সদস্যরা কাজ করছে।
Leave a Reply