এমনি এক বয়স আমার
মৃত্যুর কথা ভাবি বারংবার
নতুন কিছু করিতে গেলে ভাবি
কতটুকু সময় আছে কাটাবার।
প্রতিদিন ভোরে জিজ্ঞাসি নিজেরে
এ দিনটির দেখিবো তো শেষ!
ঊষার আলোর তরী পৌঁছাবে কি
সায়াহ্নে দিবসের সম্ভার নিয়ে বেশ?
জীবনের আঙ্গিনায় পীতাম্বরী
সূর্যের পড়িয়াছে আলো;
ক্ষণে ক্ষণে তার কমিতেছে তেজ
আসিতেছে আঁধার কালো।
ঐ যে তরুরাজি ঘন ছায়া তার
ফিকে হয়ে যেয়ে ধীরে
মিলায়ে গিয়েছে চতুর্দিক হতে
আগত আঁধারের ভীড়ে।
তারই ঘনায়মান করুণ ছায়া
পড়িয়াছে আমার জীবনের ‘পর
রঙ্গীন ধরিত্রী আজ আমার চোখে
বিবশ বিবর্ণ ঊষর।
নিবাস আমার নিরন্তর এখন
ওপারে যাবার খেয়াঘাটে,
পারের পালা কখন এসে পড়ে
সেই ভাবনায় প্রহর কাটে।
Leave a Reply