যশোর সরকারি এম এম কলেজের ৮টি অক্সিজেন সিলিন্ডার (সেটসহ) গরীব অসাহায় রোগিদের জন্য দান করেছে। আজ মঙ্গলবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এই সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
করোনা কালীন সময়ে যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের চিকিৎসার জন্য কেনা হয়েছিলো।
আগামীতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা যাতে হাসাপাতালের সুচিকিৎসা পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারি সুচিকিৎসার নিশ্চিত করা হবে বলে আশ্বাস্ত করেন।
হাসপাতালে সিলিন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন প্রফেসর আকতার হোসেন, মহিউদ্দিন, হাসপাতালের স্টোর কিপার রতন কুমার প্রমুখ।
Leave a Reply