লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগিটারিতে আলতাফ হোসেন আলতুর পুকুরে জদি মাহমুদগং জোর করে জাল দিয়ে মাছ লুট করে পালিয়ে যাওয়ার সময় বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আলতাফ হোসেন আলতু বিজ্ঞ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) ৪ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন।
১৯ আগষ্টে যুগিটারি এলাকায় এ ঘটনা ঘটে।আসামিরা হলো:১। জদ্দি মামুদ (৭০) পিতা মৃত- দেহানত উল্লাহ সাং- সরাপুকুর যুগিটারী, পল্লী বিদ্যুৎ সংলগ্ন ২। মহুবর রহমান (৩৫) ৭নং ওয়ার্ড পিতা- জদ্দি খানা- আদিতমারী, ৩। মকবুল হোসেন (৫৫) জেলা- লালমনিরহাট পিতা- মৃত- আঃ ছামীদ, ৪। আনারুল ইসলাম পিতা- মহুবর রহমান সর্বসাং সরাপুকুর যুগিটারী।
মামলা সূত্রে জানা যায়, ৪১ শতাংশ যায়গার পুকুরে মাছ চাষ করে আলতাফ হোসেন আলতু জীবিকা নির্বাহ করে আসছেন।কিন্তু ১৯ আগষ্ট রাতে আসামীরা একত্রিত হয়ে জাল দিয়ে মাছ ধরতে থাকতে।তখন সাক্ষী মহির আলী তাদের বাধা নিষেধ আসামীরা তাকে মারার জন্য ধরলে এলাকার লোক একত্রিত হয়ে তাকে রক্ষা করে।অবস্থা বেগতিক দেখে আসামিরা মাছ নিয়ে চলে যায়।১ নং আসামি যাওয়ার সময় পুকুরে বিষ প্রয়োগ করে।এতে প্রায় ৮ মন মাছ মারা যায়।
আলতাফ হোসেন আলতু বলেন,আমাকে শেষ করে ফেলেছে।প্রায় ৬০ হাজার টাকার মাছ নিয়ে গেছে।বাকী যা ছিল সবই বিষ দিয়ে মেরে ফেলেছে।এ ঘটনায় আমি কোর্টে মামলা করেছি।
Leave a Reply