মহেশপুরে উপজেলাকে ময়লা আবর্জনা মুক্ত করে। নতুন মহেশপুর উপাহার দেওয়ার অঙ্গীকার নিয়ে তরুণ সমাজের উদ্যোগে উপজেলার অডিটোরিয়াম মাঠ, স্কুল মাঠ ও উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতাসহ বাজার মনিটরিং কার্যক্রম করছে মহেশপুর ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী দল।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে পরিস্কার কার্যক্রম শুরু করে মহেশপুর ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী দল।
এসময় দীর্ঘদিন জমে থাকা ময়লা আবর্জনা ধুয়েমুছে পরিষ্কার করে তারা। একাজে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশজন শিক্ষার্থী। দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে অংশনেন তারা। আশরাফিয়া সুলতানা লাবন্য ও সুমাইয়া আক্তারের সমন্বয়ে মহেশপুর ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী দল এই কাজে অংশনেয়।
স্বেচ্চাসেবী দলের অন্যতম সমন্বয়ক লাবন্য বলেন, নিজের দেশকে পরিষ্কার করতেই স্বউদ্যোগ প্রয়োজন। তারপর ফান্ডিংও বড় উস্যু। প্রথমদিন পৌরসভা থেকে কিছু ফান্ডিং পেয়েছিলাম। তারপর নিজেদের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি৷ পরিবেশ সুন্দর রাখার জন্য রাস্তার পাশে ৫ হাজার ডাস্টবিন স্থাপন এবং গাছ রোপণ করা হবে। ডাস্টবিন গুলো মহেশপুর পৌরসভা থেকে দেওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, সারাদেশে সংস্কার কাজ চলমান। মহেশপুর উপজেলাকে নতুন রুপে গড়ে তুলতে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে তারা। পুরোপুরি পরিচ্ছন্নতা না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে বলেও জানায় তারা।
Leave a Reply