দাপ্তরিক কাজের প্রয়োজনে আগামী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজের প্রয়োজনে আগামী ২৩ ও ২৪ আগস্ট এপিডি অনুবিভাগের কক্ষসমূহ (ভবন নং-০১, ২য় তলা), শৃঙ্খলা অনুবিভাগের সংশ্লিষ্ট কক্ষসমূহ এবং সিআর অধিশাখা (ভবন নং-০৩, ৩য় তলা, কক্ষ নং-২০৬-২১০) খোলা রাখা প্রয়োজন।
এ অবস্থায় উল্লিখিত কক্ষসমূহ, কলাপসিবল গেইট এবং লিফট খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। একইসঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
এ ছাড়া দুর্গত এলাকাগুলোতে জনগণের সার্বিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
অনলাইন ডেস্ক
Leave a Reply