যশোরের বিভিন্ন ক্লিনিকসহ সারা দেশের ক্লিনিকে অনিবন্ধিত সেবিকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করার প্রতিবাদে ‘সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজের’ ব্যানারে মানববন্ধন করেছে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। পরে তারা জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করে।
বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে মিছিল নিয়ে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে যশোর সিভিল সার্জন অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে সিভিল সার্জন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেল।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন,স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নার্সিং সেবায় অনিবন্ধিত, ভুয়া ব্যক্তিদের মাধ্যমে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্সিং সেবা অনতিবিলম্বে আইন অনুযায়ী বন্ধ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অনিবন্ধিত, ভুয়া ব্যক্তিদের বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে নার্সিং সেবা বন্ধ করতে হবে। একই সাথে ঐ সকল প্রতিষ্ঠানে নিয়োজিতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
এসময় সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ ব্যানারে উপস্থিত ছিলেন যশোর নার্সিং কলেজের শামসুল ইসলাম, গ্রীন নার্সিং ইনস্টিটিউটের সুস্মিতা অধিকারী প্রিয়তি, মেজবাউর রহমান নার্সিং ইনস্টিটিউটের রিতা সহ অনেকে।
Leave a Reply