দুর্নীতির মামলায় আত্মসমর্পণকারী সাজাপ্রাপ্ত নড়াইল পৌর সভা মেয়র ও সাবেক উপজেলার চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশদিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোরের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
আত্মসমর্পণকারী অপর আসামিরা হলো, নড়াইল পৌরসভার সাবেক সচিব শফিকুল আলম লিটু, সাবেক পৌর কাউন্সিলর আহম্মদ আলী খান, তেলায়েত হোসেন, হাট বাজারের ইজারাদার রফিকুল ইসলাম ও ইজাজুল হাসান বাবু।
মামলার অভিযোগে জানা গেছে, সোহরাব হোসেন বিশ্বাস নড়াইল পৌরসভার মেয়র থাকাকালীন অন্য আসামিদের সহায়তায় রূপগঞ্জ পশু হাট বাজার ইজারায় দুর্নীতির আশ্রয় নিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০০৮ সালের ৭ আগস্ট দুদকের সহকারী পরিচালখ ওয়াজেদ আলী গাজী নড়াইল থানায় একটি মামলা করেন। ওই মামলায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর যশোরের স্পেশাল জজ আদালত সোহরাব হোসেন বিশ্বাসসহ ৭ আসামির প্রত্যেককে ৪২০/১০৯ ধারায় ৩ বছর করে সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ৬ মাস করে কারাদ- এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেককে ৪ বছর করে সশ্রম কারাদ-, ১ লাখ ৯৬ হাজার ৬শ’৬৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
যশোরের স্পেশাল জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সোহরাব হোসেন বিশ্বাসসহ অপর ৬ সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাদের আপিল গ্রহন করে প্রত্যেকের জামিনে মুক্তি পায়। ২০২৩ সালের ১১ জুলাল আপিলের চুড়ান্ত শুনানি শেষে আপিল নামঞ্জুর ও প্রত্যেকের জামিন বাতিল করে নি¤œ আদালতে আত্মসমর্পণের আদেশ দেয় হয়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সোহরাব হোসেন বিশ্বাসসহ সাজাপ্রাপ্ত ৬ আসামি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
Leave a Reply