নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে, গত এক মাস পূর্বে নয়ন শেখ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিরীহ ও নিরপরাধ প্রতিবন্ধীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে তাদের বাড়ি-ঘরে আক্রমণ ও লুটপাটের ঘটনা ঘটছে।
স্থানীয়দের মতে, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে এবং কিছু দুষ্কৃতকারী এই পরিস্থিতির সুযোগ নিয়ে নিরীহ মানুষের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশের সহায়তা কামনা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি এবং শান্তি বজায় রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত ব্যবস্থা নেয়।” থানার পুলিশ কর্মকর্তাও আশ্বস্ত করেছেন যে, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার মানুষজনের অভিযোগ, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর শান্তি ও নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply