১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছেন বলে জানান নেতৃবৃন্দ।
রবিবার (১ সেপ্টেম্বর ) সকাল ৮.০০ ঘটিকায় নওয়াপাড়া বাজারে বিএনপি’র কার্যালয়ে থানা, পৌর বিএননপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ও বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন অভয়নগর থানা বিএনপির কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী কাজী গোলাম হায়দার ডাবলু,
নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন গাজী, অভয়নগর থানা বিএনপি আসন্ন কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ কামাল হোসেনন।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অভয়নগর থানার ৮ টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সহ অভয়নগর থানা ও পৌর যুবদল,
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা সভার পর্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করা হয়। এবং অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ছাত্রদল নেতা শেখ রফসান। অনুষ্ঠান সঞ্চলনা করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস – মোল্লা হাবিবুর রহমান (হাবিব)।
Leave a Reply