ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং এতিম ৪৭ জন শিশুকে নিয়ে দুপুরের খাবার খেলেন। সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন চাঁপাইনবাবগঞ্জ সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।
এ সময় নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক এতিম শিশুদের উদ্দেশ্য বলেছে, কখনোই তোমাদের হতাশ হওয়া যাবে না। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার উপদেশ দেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সরকারী শিশু পরিবারের থাকা শিশু কিশোরদের নেই কারও বাবা, আবার নেই কারও বাবা-মা দুইজনেই। এসব স্বজনহারা শিশু কিশোরদের ঈদের দিন কাটে চার দেয়ালের মাঝেই। ঈদের আনন্দ ভাগাভাগি ও এতিম শিশুদের মাঝে সময় কাটাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (এতিম খানা) গিয়ে ছিলেন এলজিইডি নির্বাহি প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক।
চাঁপাইনবাবগঞ্জ সরকারী শিশু পরিবারের পিতৃ মাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার পরিচালনা করে আসছে।
Leave a Reply