নড়াইলের লোহাগড়ায় দাদীর মৃত্যুতে লাশের খাটিয়া আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাসেল মোল্যা সহ নিহত হয়েছেন ৩ জন,এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
বুধবার রাত সাড়ে ১২ টার দিক উপজেলার আলা মুন্সীর মোড় সংলগ্ন মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাসেলের দাদীর মৃত্যুতে নিকটবর্তী মসজিদ থেকে লাশের খাটিয়া নিয়ে ফেরার পথে নড়াইল ঢাকা মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী মুরগী বাহী একটি ট্রাকের চাপায় রাসেল মোল্যা,
শামীম শেখ ও জিয়া বিশ্বাস নামের তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা সকলেই লোহাগড়া উপজেলার মাইটকুমড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় হাবিবার শেখ নামের আরও একজন গুরুতর আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিক হস্তান্তরের প্রাক্রিয়ার পাশাপাশি ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
Leave a Reply