চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জনের বিরুদ্ধে।
এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন।ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply