চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সার বিক্রি করার অপরাধে জহির উদ্দীন নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটির নেতৃত্ব দেন।
সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযানকালে সার ডিলার, মুদিখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।
এ সময় মেসার্স জহির ট্রেডার্স নামে বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়াসহ মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে
প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে সহযোগিতায় ছিল চুয়াডাংগা জেলা পুলিশের একটি টিম।
Leave a Reply