চুয়াডাঙ্গার জীবননগরের মাধোখালীতে আজ সকাল ০৮: হয়তে একদল দুর্বৃত্তকারিরা পেশী শক্তির প্রভাব দেখিয়ে আম বাগান কর্তন করেছেন। জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের মৃত: তয়োব আলী মন্ডলের ছেলে ফজলুর রহমানের আম বাগান কাটেন।
সদরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রকিবুল, মাধোখালী গ্রামের মজনু মিয়ার ছেলে খলিল ও একইগ্রামে নওসার আলীর ছেলে ডালিম। এই তিনজনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আম বাগান কর্তন করতে থাকে।
বিষয়টি জীবননগর থানাকে জানালে অফিসার ইনচার্জ একজন এসআই কে পাঠান। পুলিশের ঐ এস আই সরজমিনে যান কিছুক্ষণ পরে একজন সাংবাদিক এসএম রেদ্বোয়ান উপস্থিত হলে আম বাগান কর্তনকারীরা পালিয়ে যায়।
এই দুর্বৃত্তরা আজ থেকে ছয় মাস আগে ফজলুর রহমানের আরেকটি বাগান থেকে প্রায় দুই লক্ষ টাকার গাছ কর্তন করেন। ফজলুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন।
দুর্বিত্তরা মাঝে মাঝেই ফজলুর রহমানের পরিবারকে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে। বিষয়টির জীবননগর থানায় অভিহিত করা হয়েছে।
Leave a Reply