নার্সিং ও মিডওয়াইফারি সংস্কর পরিষদ যশোরের উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চাকরিতে নার্সিং ক্যাডার ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে বিক্ষেভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন নার্সরা। সেইসঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,
পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানিয়েছেন তারা। তারা সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসাক বরাবর স্বারকলিপি প্রদাণ করেন। স্মারকলিপিটি জেলা প্রাশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম শাহীন গ্রহণ করেন।
স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নে এক দফা দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে মহাপরিচালকসহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি
কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ উচ্চশিক্ষিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স ও মিডওয়াইফদের পদায়ন করতে হবে।
এসময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আর্জিনা খাতুন ও আহ্বায়ক মোসাম্মৎ সালমা খানমসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply