পরিবারে ভাইয়ে ভাইয়ে বিরোধের জেরে প্রাণ গেল আড়াই বছর বয়সের এক শিশু কন্যার। নিহত শিশুর নাম হিরা। সোমবার (১০ অক্টোবর) বিকালে রহস্যাবৃত ও চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে। হিরা ওই গ্রামের হিরু মোল্যার মেয়ে।
নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, ঘটনার দিন বিকালে হিরাকে বাড়ির বারান্দায় ভাত খেতে দিয়ে তার আরেক সন্তানকে খুঁজতে যান। বাড়িতে ফিরে দেখতে পান ভাতের থালাতে বিড়ালে মুখ দিচ্ছে, তাদের মেয়ে নেই। ঘরের পূর্বপাঁশে খেজুরের খোলার (ডাগো) বেড়ার পাঁশে নিথর অবস্থায় হিরা পড়ে আছে। তখন তার চিৎকারে আশেপাঁশের লোকজন ছুটে আসেন। হিরার মাথায় ধারালো অস্ত্রেল আঘাতের চিহ্ন রয়েছে।
হিরার পিতা হিরু মোল্যা বলেন, আমার আপন ভাইদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরে ঘটনার দিন বিকালে বাড়িতে একা থাকার সুয়োগে তারা হিরাকে কুপিয়ে হত্যা করেছে। তবে যেখানে হিরার লাশ পাওয়া গেছে সেখানে রক্তের কোনো দাগ পাওয়া যায়নি। ফলে শিশু কন্যা হিরা খুনের বিষয়টিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত হিরার দুই চাচা আলীম মোল্যা (৪৫) ও ফারুক মোল্যা (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাদের অন্য ভাই ও মা-বাবা পলাতক রয়েছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) কলিমুল্লাহ্ বলেন, ‘নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর দুই চাচাকে আটক করা হয়েছে।
সূত্র: রাতদিন
Leave a Reply