কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কাগজে কলমে ‘এ’ দলের সফর হলেও স্কোয়াডে রাখা হয়েছিল বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। ফলে শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে প্রায় প্রতিটি ম্যাচেই দাপুটে জয় পায় টাইগ্রেসরা। কিন্তু জুনিয়র টিমের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপ প্রস্তুতি যে ভালো হয় না, সেই বাস্তবতা হাড়েহাড়ে টের পেয়েছে জ্যোতি-নাহিদারা।
বিশ্বকাপের মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিযোগিতাও গড়ে তুলতে পারেনি টাইগ্রেসরা। বিপরীতে ৩৩ রানের ব্যবধানে হেরেছে জ্যোতির দল।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে হওয়া প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৪৩ রানের পুঁজি দাড় করায় লঙ্কানরা। দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন হাসিনি পেরেরা। এ ছাড়া নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ এবং হার্শিতা সামারাবিক্রমা ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। পরে লড়াই করেন অধিনায়ক জ্যোতি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে। ৩৩ রানের হার নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামীকাল (সোমবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৩ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
সূত্র : অনলাইন ডেস্ক আরিটিভ
Leave a Reply