যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে দু’জন ভারতীয়কে আটক করেছে বিজিবি।আটকদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
রোববার গভীর রাত্রে বেনাপোলের ঘিবা সীমান্তের শাখারীপোতা বাজার থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
আটকরা হচ্ছেন, ভারতের মহারাষ্ট্রের চিচপাড়া গ্রামের ল্যাক্সম্যান গাওয়ান্ড এর স্ত্রী কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার মেয়ে গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান,ঘিবা বিওপির বিজিবি টহলদল নিয়মিত টহল পরিচালনাকালিন সময়ে সীমান্ত সড়ক দিয়ে আসা একটি ইজিবাইক তল্লাশি করলে তার ভেতরে থাকা দু’জন যাত্রীর আচরন সন্দেহজনক হয়।জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে ভারতীয় বলে স্বীকার করে।তারা গত১৭ জুলাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসে।
এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
Leave a Reply