সাতক্ষীরার কালিগঞ্জে পলী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) আওতায় সৌর শক্তি উন্নয়ন প্রকল্পের ২ লাখ ৭৬ হাজার ৬২২ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার আব্দুল মান্নানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২ লাখ ৭৬ হাজার ৬২২ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গুমানতলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৯ সালের ২২ মার্চ থেকে ২০১২ সাল পর্যন্ত কালিগঞ্জ শাখায় কর্মরত থাকাকালে আব্দুল মান্নান সৌর প্যানেল বিক্রি ও ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় দুই লাখ ৭৬ হাজার ৬২২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দন্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫ (২) ধারায় প্রকল্পের উপজেলা শাখা কর্মকর্তা আব্দুল মাজেদ ২০১২ সালে ২৭ জুন সাতক্ষীরা কালিগঞ্জ থানায় মামলা করেন। দুদক সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন এ ঘটনায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সুত্র skhobor
Leave a Reply