লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুনতির সীরাতুন্নবী (স:) মাহফিল ০৩/১০/২০২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে সমাপ্ত হল। দেশবরেণ্য আলেমে দ্বীন সমাপনী দিবসে কুরান হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বক্তাদের আলোচনা শ্রবণ করেন এবং দুইজন অমুসলমান ইসলাম ধর্ম গ্রহন করেন। মাহফিল কমিটি মাহফিলে আগত মানুষদের জন্য যথাযত তাবারুকের ব্যবস্থা করেন।
রাত যতই গভীর হয় ততই বাড়তে থাকে মানুষের ঢল। আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা এনায়ত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। বলাবাহুল্য, মাহফিলের মাঠের আশে পাশে বিভিন্ন প্রকারের ভাসমান দোকানপাট বসে।
আর এসব দোকানপাট হতে মানুষ তাদের প্রয়োজনীয় ও শখের জিনিস পত্র ক্রয় করে বাড়ী নিয়ে যায়। শিশুরাও অংশ গ্রহণ করে শখের খেলনাপাতি নেওয়ার জন্য।
এভাবে অতিবাহিত হয় ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল। মুসলমানদের ঈমানী চেতনাকে জাগরণ করতে এবং মহানবী ( স:) এর আদর্শকে ও বাস্তব শিক্ষা দ্বারা মানুষকে আল্লাহর পথে ধাবিত করার জন্য ১৯৭২ সালে দেশের উজ্জল নক্ষত্র আধ্যাত্মিক সাধক আলহাজ্ব হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব হুজুর ( রহ:) ১৯৭২ সালে এই মাহফিলে সীরাতুন্নবী ( স:) প্রতিষ্টা করেন।
তবে ১৯৭২ সালে রবিউল আউয়াল মাসের ১১ তারিখে ১ দিন, ১৯৭৩ সালে ৩ দিন, ১৯৭৬ সালে ১০ দিন, ১৯৭৭ সালে ১২ দিন, ১৯৭৯ সালে ১৫ দিন একই বছর আরো ২ দিন বাড়িয়ে ১৭ দিন আরো ২ দিন বাড়িয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল আয়োজন করা হয়।
ফলে ১৯৮০ সাল হতে ১৯ দিনব্যাপী এভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি ২০২৪ সালে ৫৪ তম মাহফিল অনুষ্ঠিত হয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৩ রা অক্টোবর সমাপ্ত হয়।
Leave a Reply