নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলাপট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে কালির বাজারে মন্দিরের পেছনের এলাকা মশলা পট্টিতে আগুন লেগেছে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন ও হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply