এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতি। সোমবার (৭ অক্টোবর) শহিদ সাটু হল মার্কেটের সামনে এসব দাবিতে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৫% উৎসব ভাতার পরিবর্তে পূনাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে, ১,০০০/-টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, ৫০০/-টাকা মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০/-টাকায় উন্নীত করণ করতে হবে, অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে,
এমপিওভুক্ত কলেজে সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারী করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপক সহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপক সহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা) থাকতে হবে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সভাপতি- মোঃ ওবাইদুর রহমান, অধ্যক্ষ নাচোল মহিলা কলেজ, সহ সভাপতি- মোঃ তরিকুল আলম সিদ্দিকী, অধ্যক্ষ, নবাবগঞ্জ সিটি কলেজ, সহ সভাপতি- মোঃ শরিফুল আলম, উপাধ্যক্ষ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, সহ সাধারণ সম্পাদক- মোঃ বাবুল আখতার, প্রভাষক,
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, শিবগঞ্জ, সহ সাধারণ সম্পাদক- মোঃ মোত্তালেব হোসেন, সহকারী অধ্যাপক, রহনপুর মহিলা কলেজ, সাংগঠনিক সম্পাদক- মোহাঃ ফিরোজ কবির, সহকারী অধ্যাপক, নামোশংকরবাটী কলেজ, মোঃ গোলাম সারওয়ার, অধ্যক্ষ, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজ, মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ, নামোশংকরবাটী কলেজ,
মোঃ আজিজুর রহমান, অধ্যক্ষ, রহনপুর মহিলা কলেজ, মোঃ গোলাম মোস্তফা, অধ্যক্ষ, বাংগাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ, মোঃ নুরুল ইসলাম, অধ্যক্ষ, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, ফরুক আহম্মেদ, অধ্যক্ষ, শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজ, মোঃ একরামুল হক, অধ্যক্ষ, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজ সহ অন্যান্য শিক্ষকরা।
Leave a Reply