যশোর অভয়নগরের মশরহাটি গ্রামের চাঞ্চল্যকর মতিয়ার বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামী তুহিন শেখ (৩৬) কে আটক র্যাব-৬ যশোর। তুহিন শেখ যশোর অভয়নগরের মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে।
বুধবার সন্ধা ছয় টায় র্যাব-৮ বরিশাল ও র্যাব-৬ যশোরের বিশেষ যৌথ অভিযানে মাদারীপুর সদর উপজেলার লেকপাড় এলাকা থেকে তুহিন শেখকে আটক করা হয়।
র্যাব-৬ সুত্রে জানান, অভয়নগর স্থানীয় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার বিশ্বাসকে হত্যা করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেন। তুহিনকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগষ্ট দুপুর সাড়ে ১২টায় মশিহাটি গ্রামে আসামী তুহিন শেথ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মতিয়ার বিশ্বাসের ওপর অর্তকিতভাবে হামলায় মারাত্মক রক্তাক্ত জখম করে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার বিশ্বাসের মৃত্যু হয়।
Leave a Reply