চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা ও কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হরিপুর খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও এর পরেই হরিপুর বোর্ড ঘর মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা ও কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিন উদ্দিন (মাষ্টার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা)।
সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল।
অপর ৪ নং ওয়ার্ড কর্মী সন্মেলন হরিপুর বোর্ড ঘর মাঠে, চৌহদ্দিটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েত করিম (টুটুল মাষ্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট গোলাম কবির, এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ জনি প্রমূখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, সাংবাদিক হোসেন শাহ নেওয়াজ, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান মুক্তা,
সৈয়দ আতাউর হোসেন মিলন, এ এইচ এম জামাল (বাচ্চু), মোঃ বিলাত আলী, গোলাম কিবরিয়া কোয়েল, চন্দন, মাসুদ রানা সহ পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা) পৌরবাসীকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সর্তক থাকাসহ পৌর
বিএনপির নয়টি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও সংগঠনকে শক্তিশালী করতে ওই মতিবিনিময় সভা ও কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply