ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪’বন্ধু ফোরামের সদস্য এটিএম মঞ্জুর ই আলম (পিয়াস) স্মরণে শোকসভা করেছে সংগঠনটি। গত রোববার বাদ আছর প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে ওই স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুজ্জামান শহিদ। বক্তব্য রাখেন প্রয়াত পিয়াসের স্ত্রী তানজিরা খানম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বাচ্চু,
মনিরুজ্জামান, ড.আব্দুর রউফ, মশিয়ার রহমান, মোদাচ্ছের আলী প্রমুখ। এ সময় পিয়াসের মা কানিজ তাহমিনা ও শিশু কন্যা নুসাইবা পারিসা উপস্থিত ছিলেন। সভাপতি পরিচালনা করেন সাংবাদিক কাজী আশরাফুল আজাদ।
উল্লেখ, গত ২১ জুলাই দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সংগঠনের সদস্য এটিএম মঞ্জুর ই আলম (পিয়াস)। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
Leave a Reply