যশোরের শার্শায় ও যশোর শহরের রেলগেট এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ভানচালক ও এক রিকশাচালক নিহত হয়েছে। সকালে যশোরের শার্শার বাগআচড়া সাতমাইল তেঁতুলতলা নামস্থানে ও দুপুরে শহরের রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন,বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল তেঁতুলতলা নামক স্থানে ট্রাকের চাপায় ভ্যানচালক হোসেন আলী (৩৫) নিহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল তেতুলতলা কলোনি গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানের চালক।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কাজী শহিদুল ইসলাম বলছেন,নিহত হোসেন আলি রাস্তা পার হচ্ছিলেন।এসময় বালু বোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।এতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে ।তবে ট্রাকের চালক ও সহকারি পালিয়েছে।
এদিকে যশোর শহরের রেলগেট এলাকায় ইজিবাইকের ধাক্কায় মুসা হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিকশা চালক মুসা হোসেন মনিরামপুর উপজেলার জয়রামপুর গ্রামের জয়নাল সরদারের ছেলে।
রেলগেট এলাকার প্রত্যক্ষদর্শী ও নিহতের বোন রেশমা জানান, মুসা একজন রিকশাচালক। প্রতিদিনের ন্যায় আজও বাড়ি থেকে সে রিকশা নিয়ে যশোরের দিকে আসে।
বুধবার দুপুর ১টার দিকে,রেলগেট এলাকায় পিছন থেকে তার রিকশাকে অজ্ঞাত নাম ইজিবাইকে ধাক্কা দেয় এ সময় রিকশা চালক মুসা ছিটকে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায় এসময় গুরু তারা আহত হয়।
পরের স্থানীয়রা আহাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে ইন্টারনেট চিকিৎসক তাসিফ তার মৃত্যু ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply