নীলফামারীর ডোমার উপজেলায় বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রায় দেড় যুগ পর দলের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বক্তব্য শুনতে ভিড় জমায়। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সুদূর আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ডোমার শহরের বাটার মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তিনি বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক বাংলাদেশের গঠনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, এবং সভাটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।
তুহিন তার বক্তব্যে বলেন, “আমরা সবাই বাংলাদেশী, এটাই সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।” তিনি সকল নাগরিকের সমান অধিকারের কথা উল্লেখ করে দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন।
Leave a Reply