নীলফামারীতে পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগ এবং একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। সভায় বক্তব্য রাখেন সনাক সভাপতি আকতারুল আলম, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার এবং কেন্দ্রীয় সমন্বয়ক রেদওয়ান ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা জানান, আগামী ১ নভেম্বর থেকে নীলফামারীর কাঁচাবাজারগুলোতে পলিথিন এবং পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইন প্রয়োগের মাধ্যমে কেউ এসব নিষিদ্ধ ব্যাগ ব্যবহার করলে তাকে জেল বা জরিমানা করা হবে। বিকল্প হিসেবে পাট, কাপড় এবং কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সুপারশপগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মোর্শেদ আমান, রাশেদুজ্জামান অন্তিক এবং বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
Leave a Reply