নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম রেজুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম ও পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও দুইজন আহত হন।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ওসি মো. ইসমাইল হোসেন বলেন, বাসর-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply