বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির উপর হামলা ও লাঞ্চিত করায় বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজ প্রাঙ্গনে দুই ঘন্টা ব্যাপী বিক্ষোভে অংশ নেন কলেজের কয়েকশো ছাত্র ছাত্রীরা।
এসময় তারা হামলাকারী সাবেক বেনাপোল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,
পৌর বিএনপি নেতা শাহাবুদ্দিনের শাস্তির দাবীতে তারা এ বিক্ষোভ করেন। এসময় তারা সড়কে নেমে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এসময় তারা বলেন, রোববার কলেজ প্রাঙ্গনেবেনাপোল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুর রহমান মিলনের নেতৃত্বে তিনিসহ ৫ থেকে ৭ জন বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির উপর হামলা ও লাঞ্চিত করে। অধ্যক্ষের উপর এমন অযাচিত গঠনা যাতে পুনাবৃত্তি না ঘটে এবং দোষীদের শাস্তির দাবী করেন তারা।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বিষয়টি জেনেছি। পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply