নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষের পৈত্রিক সম্পত্তিতে বাড়ি করতে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে বুধবার ( ২৩ অক্টোবর) সরজমিনে যেয়ে জানা যায় যে, মৃত তাহাজ্জত শেখের দুই ছেলে চান মিয়া ও নাছির শেখ তারা তার পিতার পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি করে দীর্ঘদিন যাবৎ রয়েছেন।
এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকেও জানা যায় যে তারা তাদের পৈত্রিক সম্পত্তিতেই তাদের বাপ দাদারা যে ভিটায় বাড়ি বানিয়েছিল সেই একই ভিটায় তারাও রয়েছে বসতবাড়ি বানিয়ে।
সাম্প্রতিক তাদের ভিটার একটি বাড়ি ভেঙ্গে একই স্থানে নতুন একটি বাড়ি স্থাপনা করতে গেলে । তাদের প্রতিবেশী নড়াইল জেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ মাহাত্তাব উদ্দিন ধলু,
তিনি তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে বাড়িটি করতে বাঁধা প্রদান করেন। গ্রামের লোকের প্রতিবাদে সেটা করতে না পেরে তিনি গোপনে তাদের নামে মিথ্যা কয়েকটি মামলাও করেন।
এবং তার সাথে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে তার হাত থাকায় তাদের ব্যবহার করে থানায় মিথ্যা অভিযোগ কোর্টে মিথ্যা মামলা প্রদান করে অহেতুক হয়রানি করছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগী পরিবারের সম্পত্তি নেওয়ার পায়তারা করছেন বলেও তারা জানান।এছাড়াও তারা আরো বলেন,ওই স্থান থেকে চলে না গেলে তাদেরকে জীবননাশের হুমকি প্রদান এই কৃষক লীগ নেতা মাহাত্তাব উদ্দিন ধলু।এই ভূমিদস্যু কৃষকলীগ নেতার থেকে রক্ষা পেতে আইনের সহযোগিতা চান।
এ বিষয়ে প্রতিবেশী ব্রিগেডিয়ার জেনারেল এস কে আবু বাকের এর ভাই শেখ তবিবর রহমান বলেন, চান মিয়া ও নাছিরের বাপ দাদাদের এখানে বসবাস করতে দেখেছি, এখন তারা করছে। কিন্তু এই ধলু কিভাবে সম্পত্তির দাবী করে তা আমাদের জানা নেই।
এ বিষয়ে সাংবাদিকরা মাহাত্তাব উদ্দিন ধলুর কাছে বিষয়টি জানতে চাইলে রাগান্বিত হয়ে বাজে ভাষা ব্যবহার করে কিছুই বলবেন না বলে তিনি জানান ।এবং তিনি আরও বলেন আপনারা যা পারেন তাই করেন।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply