‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর শহরের যশোর কালেক্টরেট স্কুলে এইচপিভি টিকা প্রদান ক্যাম্পেইনের-২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে জেলায় ১০ হাজার ৮শ’ ২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় টিকা কার্যক্রামের উদ্ধোধন করেন জেলা প্রশাসক কার্যলয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও যশোর পৌর সভার প্রশাসক রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,
কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসরাইল হোসেন প্রমুখ।
এর আগে বুধবার জেলা সিভিলা সার্জন কার্যালয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক মাস ব্যাপি জেলার সকল উপজেলায় কিশোরীদের হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকা প্রদান করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেনীর কিশোরিদের এক ডোজ ভ্যাকসিন দেয়া হবে।
যশোরে ১লাখ ২৩হাজার ১৬০জন কিশোরিকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। প্রথমদিনে জেলায় টিকা নিয়েছেন ১০হাজার ৮২৭জন।এরমধ্যে যশোর সদরে ২ হাজার ৭০৮জন, অভয়নগরে ৯৭০জন, বাঘারপাড়ায় ৭৯২জন, চৌগাছায় ১৩০, ঝিকরগাছায় ৯৪২, মণিরামপুরে ১ হাজার ৫০৩জন, কেশবপুরে ৮৯৩ এবং শার্শায় ১ হাজার ৪৬১জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহায়তায় জেলায় ১৮দিন ব্যাপি এ টিকাদান কর্মসূচি চলবে।
Leave a Reply