বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও নবাবগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার সময় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা, নিমতলা মোড়,
বাতেন খাঁ মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তির মোড়ে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে তারা শান্তি মোড়ে উপস্থিত সাধারণ মানুষকে সাথে নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এমন কোন অপরাধ কর্মকাণ্ড নেই যেগুলোতে ছাত্রলীগ জড়িত ছিল না।
এই ছাত্রলীগ সম্পূর্ণভাবে একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই, যারা এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি দাবি ছিল। সেগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। আমরা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করছি। আমরা বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেখতে চাই।
এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোত্তাসিন বিশ্বাস, সাব্বির, আল সোহান বশরী, অতিক মিয়া সহ অন্যরা।
Leave a Reply