নওগাঁর মহাদেবপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ৩ নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫), শিকারপুর গ্রামের মর্জিনা (৪৯), নুর জাহান (৫৬) ও সাইদুল।
আসাদুল ও কাজেম নামে দুই বাসিন্দা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে।
এ সময় লোকজন দেখে তেড়ে আসে শিয়াল। মানুষজন নানান দিকে ছুটাছুটিতে গণহারে কামড় দেয় শিয়াল।
আহতদের নওগাঁর মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
এদের মধ্যে রশিদুল ও সাইদুল প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফেরেন। তবে নারীরা ভর্তি রয়েছেন।
এদিকে হামলাকারী শিয়ালকে গ্রামবাসী ধরে পিটিয়ে মেরে ফেলে।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply