রংপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে জাতীয় পার্টি অবাঞ্ছিত ঘোষণার পর তাদের রংপুর আগমন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নগরীর ৩৩টি ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা এক আলোচনা সভা করেন।
সভায় দলের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী সাময়িকভাবে নৈরাজ্য সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থেকে সারজিস ও হাসনাতের আগমনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “প্রেসিডেন্ট ইস্যুতে দেশে ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আমাদের সজাগ থাকতে হবে যাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি না হয়। জাতীয় পার্টির শক্তি ও সক্ষমতা রয়েছে, আমরা গঠনমূলক আন্দোলন চালিয়ে যাব।”
সভা শেষে জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। উল্লেখ্য, শনিবার পুলিশ প্রধানের সফরসঙ্গী হিসেবে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র রংপুরে আসার কথা রয়েছে।
Leave a Reply