বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক পথে পঞ্চগড় থেকে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে পৌঁছেন আইজিপি ময়নুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে আবু সাঈদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে আইজিপির সঙ্গে ছিলেন সমন্বয়ক সারজিস আলম, ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, “আমার ভাইকে হত্যা করার এতদিন পরও আসামিরা গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।” রমজান আলী আরও জানান, পুলিশ প্রধান তাদের দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আইজিপি ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। পরে দুপুর ২টায় জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ করেন তিনি।
Leave a Reply