চট্টগ্রামের আনোয়ারায় বেড়ানোর কথা বলে স্ত্রী আমেনাকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন প্রবাসী স্বামী ইয়াসিন আরাফাত ও তার বন্ধুরা।
হত্যার পর নিহতের মরদেহ পরিত্যক্ত ইটভাটায় ফেলে, সেখান থেকে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাটি ঘটে ১ অক্টোবর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন সংলগ্ন এলাকায়।
এ বিষয়ে নিহতের বাবা কামাল উদ্দিন বলেন, “আমার মেয়েকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে হত্যা করেছে তার স্বামী ইয়াসিন ও তার বন্ধুরা। আমি ইয়াসিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাকে বিদেশ থেকে ধরে আনার দাবি জানাচ্ছি।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, কামাল উদ্দিনের করা মামলায় পিবিআই ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, গত ৩ অক্টোবর চায়না ইকোনমিক জোন এলাকার পাশে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে সমস্যা হয়। তবে একদিনের মধ্যেই পিবিআই তদন্তের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে।
ঘটনার তদন্তে জানা যায়, প্রবাসী ইয়াসিন আরাফাত দেশে ফিরে আমেনাকে জানানো ছাড়াই আরেকটি বিয়ে করেন।
এই তথ্য জানার পর আমেনার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, যা হত্যার পেছনের কারণ বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply