চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ২৮শে অক্টোবর বিকাল চার টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে ও জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলি আহমেদ বাবুর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য ও সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পারসনের উপদেষ্টা অধ্যপক মোঃ শাহজাহান মিয়া, প্রধান অতিথির বক্তব্য বলেন, ১৯৭৮ সালের ২৭শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্ম হয়েছিল শহিদ জিয়ার হাত ধরে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জাতীয়তাবাদী দলের চেয়ার পারশন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিলেন।
জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করেছিলেন। স্বৈরাচারী হাসিনা সরকার ৫ই আগস্ট,২০২৪ কোটাসংস্কার আন্দোলনের মাধ্যমে ক্ষতাচ্যুত হয়ে এ দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। ভারত সরকারের মদদে স্বৈরাচারী হাসিনা সরকার জাতীয়তাবাদী দলসহ তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে কোটাসংস্কার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। উক্ত জনসভায় আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, শিবগঞ্জ যুবদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, মনাকষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন,
শিবগঞ্জ পৌর জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়েমা খাতুন, মোঃ শাওয়ার জাহান সেন্টু, মইনুল ইসলাম মকুল, অধ্যপক সাইদুর রহমান, মোঃ তসিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্বপক্ষের সংগীত শিল্পী ইথুন বাবু ও মৌসুমী চৌধুরী এবং স্থানীয় শিল্পীদের কন্ঠে মনমাতানো গানে গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply