রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে তারা রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে।
শ্রমিকরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। গত ২৬ তারিখ রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জ গামী একজন যাত্রীকে মারধরের কারণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডে ওই গাড়ির ড্রাইভারকে মারধর করে, পড়ে আবার চাঁপাইনবাবগঞ্জের একজন বাস ড্রাইভারকে রাজশাহীতে মারধর করে।
এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের মারামারি হয়। রাস্তায় মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করে। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি।
আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগস্টের পরে থেকে এই রুটে প্রায় দুই হাজার আটশত টাকা চাঁদা দিতে হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা।
রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, গত ২৬ তারিখ রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জগামী একজন যাত্রীকে মারধরের কারণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডে ওই গাড়ির ড্রাইভারকে মারধর করে। পরে আবার চাঁপাইনবাবগঞ্জের একজন বাস ড্রাইভারকে রাজশাহীতে মারধর করে।
এই পাল্টাপাল্টি মারামারির কারণে গত ২৬ তারিখ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে বলেও জানান এই শ্রমিক নেতা।
Leave a Reply