যশোরে বাঘারপাড়া উপজেলার দেয়াড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট মারপিট ও চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দেয়াড়া গ্রামের বিমল বিশ^াসের ছেলে অশোক কুমার বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসমিরা হলো, রায়পুর গ্রামের শাহাদৎ মোল্যার ছেলে রয়েল, নজরুলের ছেলে সবুর, নলডাঙ্গা গ্রামের বাকু বিশ^াসের ছেলে সোহান, সুবোলের ছেলে অঙ্গট, জালাল মোল্যার ছেলে ময়না, মুনছুর আলীর ছেলে মুসা, ইয়াবুবের ছেলে মিম, হানিফ কাজীর ছেলে রশিদ, দেয়াড়া গ্রামের ভেজালের ছেলে মুকুন্দ ও পূর্ণচরনের ছেলে সুবোদ।
মামলার অভিযোগে জানা গেছে, অশোক কুমার মাছ ধরে জীবীকা নির্বাহ করেন। অশোক বিএনপির রাজনীতি করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে দেশ ছাড়া করবে বলে হুমকি দিয়ে যায়।
চাঁদার টাকা না দেয়ায় ওই বছরের ৩১ ডিসেম্বর গভীর রাতে আসামিরা অকোকের বাড়িতে চড়াও হয়। আসামিরা অশোককে মারপিট, বাড়িঘর ভাংচুর, লুটপাট করে। এরমধ্যে আসামি অঙ্গট ও রশিদ ঘরে ঢুকে বক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা পেয়ে চাঁদা হিসেবে নিয়ে নেয়।
বাড়ির অন্যরা আসামিরা বাধা দিলে তাদের ও মারপিট করে আসামিরা। একপর্যায়ে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা বাকি চাঁদার টাকা জোগাড় করে রাখতে বলে চলে যায়। আসামিরা প্রাভাবশালী হওয়ায় ঘটনার পর মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply