জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোর শহর শাখার আয়োজনে পুরস্কার বিতরণী, শিশু সমাবেশ ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।
আরোও অতিথি ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর কিশোর থিয়েটর পরিচালক মোজাম্মেল হোসেন, ফুলকুঁড়ি আসর যশোরের উপদেষ্টা প্রিন্সিপ্যাল মোস্তাক মোরশেদ,এম এম কলেজের বাংলা বিভাগের প্রধান আক্তার হোসেন, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরের সাবেক পরিচালক আবু ফয়সাল,
রেজাউল করিম, ফুলকুঁড়ি আসর যশোরের সাবেক পরিচালক অ্যাডভোকেট উবায়ের হোসেন, সেলিম উদ্দীন, সাইফুর রহমান রানা। আরোও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক রাকিবুজ্জামান, সহকারী পরিচাকল তাসনিম আলম।সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শাখার অগ্রপথিক সাজিন আহমেদ জয়।
অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, কুইজ, চিঠি লেখা, গান ও কবিতা, শ্রেষ্ঠ অভিভাবক, এই দিন সেই সময় ও কেমন কর্মসূচী চাই প্রতিযোগিতায় ৬ হাজার অংশগ্রহণকারী মধ্যে ২০০ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও অসহায় ১৫ জন শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
Leave a Reply