নোয়াখালী জেলার চাটখিল পৌরবাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের জন্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে চাটখিল উপজেলা ও পৌর প্রশাসনের। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। আজ মঙ্গলবার ২২ অক্টোবর দ্বিতীয় দফা,
এবং তৃতীয় দফা আজ মঙ্গলবার ২৯ অক্টোবর অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচিতে, পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি, চাটখিল পৌরসভা কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে।
সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল এই উচ্ছেদ অভিযানের নেতৃত্বাধীন একদল পুলিশ সদস্য। অভিযানের প্রথম দিনে শতাধিকের মতো ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়ছে।
ফুটপাত দখলমুক্ত হওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছে। চাটখিল বাজার পথচারী ও পৌরসভার স্থানীয় বাসিন্দারা বলেন, ফুটপাতের কারণে পৌর বাজারের সড়কে চলাচল কঠিন হয়ে গেছে।
এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য আমরা অনেক বছর যাবত দাবি জানিয়ে আসছি। আজকে অভিযান চালিয়ে ফুটপাতকে দখলমুক্ত করা হয়েছে। আশা করি আগামী দিনে ফুটপাতে এরকম দখলমুক্ত থাকবে।
এছাড়াও চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন ও সহকারী ভূমি কমিশনার আকিব ওসমান বলেন,উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিলো।
অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে। যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সাথে যুক্ত হবে, আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply