জুলাই-আগস্ট গণহত্যা মামলায় অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
নতুন করে গঠিত ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কোনো আসামিকে হাজির করা হচ্ছে, যা মামলাটির বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে জসিম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
Leave a Reply